Detail Biography:
ফ্রাঙ্কলিন রুজভেল্ট মার্কিন ইতিহাসে চারবারের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে রুজভেল্ট এক বর্ণময় চরিত্র দ্বিতীয় মহাযুদ্ধের সংকটের সময় তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন। স্বদেশ তাঁর জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ। তিনিই একমাত্র মার্কিন রাষ্ট্রপতি-যিনি চারবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন (১৯৩৩-৪৫। নিয়ম অনুযায়ী দু’বারের বেশি আমেরিকার প্রেসিডেন্ট কেউ হতে পারেন না। কিন্তু রুজভেল্টের ক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি। মৃত্যুর পূর্বমহূর্ত পর্যন্ত তিনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্পূর্ণ নাম ফ্রাঙ্কলিন রুজভেল্ট, জন্ম ৩০ জানুয়ারী ১৮৮২ এক অভিজাত পরিবারে। ছোটবেলায় হাঁপানিতে ভুগেছেন। পরে নিজের স্বাস্থ্যকে গড়েপিটে শক্ত সমর্থ করে তোলেন। বক্সিং লড়তেন। গভীর জঙ্গলে গিয়ে শিকার করতেন। স্বভাব ছিল পর্যটকের। দক্ষিণ আমেরিকার এক দূর্ভেদ্য বনভূমি তাঁর আবিস্কার। খুব পরিশ্রমী ছিলেন। প্রেসিডেন্ট হবার আগে পারিবারিক খামারে মজুরদের মত খাটতেন। মদ খেতেন না। ধূমপানেও আসক্তি ছিল না। প্রেসিডেন্ট থাকাকালীন একজন আর্মি অফিসারের সাথে বক্সিং লড়তে গিয়ে নিজের বাঁ চোখটির অপূরণীয় ক্ষতি করে ফেলেন।
একসময় তিনি বছর তিনেক সাফল্যের সঙ্গে ওকালতি করেছেন। তারপর যোগদেন রাজনীতিতে এবং নিজের দক্ষতাবলে খ্যাতিমান হয়ে ওঠেন। দু’বার ন্যুইয়র্কের গর্ভনর হয়েছেন। কিছুদিন মার্কিন নৌবিভাগেও কর্মরত ছিলেন।
১৯৩২ খৃষ্টাব্দে তিনি ব্রিটেনের প্রাধানমন্ত্রী চার্চিল ও সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক যোসেফ স্তালিনের সঙ্গে হাত মিলিয়ে একদিকে যেমন জার্মানির হিটলার ও ইতালির মুসোলিনীকে পরাস্ত করেন, অন্যদিকে তেমনি প্রাচ্যের দুরন্ত শক্তি জাপানকেও হার মানান।
ব্যক্তিজীবনে রুজভেল্ট ছিলেন রসিক ও হৃদয়বান পুরুষ। বই ছিল তাঁর সব সময়ের সাথী। সমস্ত ধরনের বই-ই তিনি পড়তেন।
১৯৪৫ খৃষ্টাব্দের ১২ই এপ্রিল ঘুমন্ত অবস্থায় মাত্র ৬৩ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তথ্যসুত্রঃ সেরা জীবনী সমগ্র।