Nationality: Yugoslavia
Date of Birth: 07-May-1892
Date of Death: 05-Apr-1980
Father Name: Franjo Broz
Mother Name: Marija Broz
Spouse Name: Jovanka Broz
Country: Croatia
Detail Biography:
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো পাকিস্তান বাহিনীর নৃশংশ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। তিনি বাংলাদেশের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ান। বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে জোরালো সমর্থন জানান। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হিসেবে মার্শাল টিটো ছিলেন জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থক। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তৃতীয় বিশ্বের সমর্থন জোরদার করেন। মার্শাল টিটো ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন ত্যাগী বন্ধু। অর্থ,অস্ত্র,পরামর্শ সব দিক দিয়ে তিনি ছিলেন বাংলাদেশের আপন মানুষ।
১৯৭১ সালের ১৭ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লীতে রাষ্টপতি ভিভি গিরির প্রদত্ত ভোজসভায় বক্তব্য মার্শাল টিটো বলেন, বাংলাদেশের শরনার্থীরা যাতে তাদের ফেলে আসা বাড়ীঘর ফিরে পেতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।সেখানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।
মার্শাল টিটো একমাত্র প্রেসিডেন্ট " লিজিয়ন অফ অনার", অর্ডার অফ দি বাথ, অর্ডার অফ লেনিন সহ ৯৮ টি আন্তর্জাতিক উপাধি অর্জন করেন।
৬০ টি দেশ থেকে সর্বমোট ১১৯ টি পদক ও সম্মাননা পেয়েছেন।
১৯৮০ সালের ৪ মে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো মৃত্যুবরন করেন। মার্শাল টিটোর মৃত্যুতে বাংলাদেশে চারদিনের রাষ্টীয় শোক ঘোষনা করা হয়।
মার্শাল টিটোর মৃত্যুতে যুগোশ্লাভিয়াসহ সারা বিশ্বে নেমেছিল শোকের ছায়া। ৪ জন রাজা, ৩১ জন প্রেসিডেন্ট, ৬ জন প্রিন্স, ২২ জন প্রধানমন্ত্রীসহ মোট ১৫৮ টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে তাঁর শেষকৃত্য অনুষ্টান সমাপ্তি হয়। যা ছিল সর্ব বৃহৎ শেষ কৃত্যানুষ্টান।
মার্শাল টিটোর মৃত্যুর পর যুগোশ্লাভিয়া ভেংগে বসনিয়া, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো ৭ টি রাষ্টের জন্ম হয়।
২০১৩ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের অবদানের জন্য মার্শাল টিটোকে " মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা" পুরষ্কারে ভুষিত করেন। পদক গ্রহন করেন মার্শাল টিটোর ছেলে আলেকজান্ডার ব্রজ।