• An International Famous People's Database & Celebration Center
  • icon(+88) 01920-000502
  • iconinfo@biographyavenue.com

Tansen

Tansen

Singer

Nationality: Mughal Empire

Date of Birth: 1506

Date of Death: 1583

Father Name: Mukul Mishra

Spouse Name: Hussiani

Country: India

Detail Biography:

তানসেন
 
‘. . . . তাঁর গানে আকৃষ্ট হয়ে জীবজগত ছুটে আসত, বৃষ্টি নামত, আগুনও জ¦লে উঠত।’
 
ভারতীয় মার্গ সংগীতের শ্রেষ্ঠ গায়ক ও রূপকার তানসেন। কথিত আছে, তাঁর গানে জীবজগত ছুটে আসত, বৃষ্টি নামত, আগুনও জ¦লে উঠত।
 
১৫০৬ খৃষ্টাব্দে ভারতের গোয়ালিওরের এক হিন্দ ব্রাম্মম পরিবারে তানসেনের জন্ম। বাবা মুকুল মিশ্র ছিলেন একজন কবি, পরে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে মিয়া তানসেন নাম রাখেন।
 
তানসেনের সঙ্গীত গুরু ছিলেন হরিদাস স্বামী। তাঁর সঙ্গীতখ্যাতি মুঘল বাদশাহ সম্রাট আকবরের কানে যায়। সম্রাট তানসেনের গান শুনে তাঁকে তাঁর সভাগায়কের পদ দেন।
 
বিখ্যাত গীতিকার কবি সরুদাস ছিলেন তানসেনের অভিন্নহৃদয় বন্ধু। তানসেন সুরদাসের বহু ভক্তিগীতি ও ভজন গেয়েছেন।
 
গায়ক হিসেবে তানসেন নিজেকে অপরাজেয় বলে মনে করতেন। কিন্তু আর একজন কিংবদন্তী গায়ক বাইজুবাওরার নিকট তাঁকে হার মানতে হয়।
 
তানসেন একজন কবিও ছিলেন। তিনি অনেক কবিতা ও গীত রচনা করে যান।
 
সম্রাট আকবর তানসেনের বিশেষ গুণগ্রাহী ছিলেন।
 
১৫৮৩ খৃষ্টাব্দে তানসেন ধরাধাম ত্যাগ করেন। তাঁর জন্মস্থানের কাছে নির্মিত কবরটি আজও দ্রষ্টব্যস্থান।
 
তথ্যসুত্রঃ সেরা জীবনী সমগ্র।
 
বায়োগ্রাফি এভিনিউ’র ঢাকা-চট্টগ্রামের লাইব্রেরীতে বিশ^বিখ্যাত বরণীয়দের আত্মজীবনী গবেষণা ও উদযাপনে অংশগ্রহণ করে নিজে জানুন ও অন্যকে জানান।
 

Feedback on Tansen

Send Your Feedback

38 + 1 =
[ Example: 6 + 11 = 17 ]
just write the result of addition of two numbers